স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের সুনামধন্য মানবতাবাধী প্রতিষ্ঠান ‘তাসনুভা শামীম ফাউন্ডেশন’এর উদ্যোগে সিলেটের শতাধিক বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বিকেলে সিলেট জেলার গোলাগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।
তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিনিধি মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদের সভাপতিত্বে সিলেট বিভাগীয় প্রতিনিধি কাজল আহমদের সঞ্চালনায় ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়নের মেম্বার শামীম আহমদ, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক শেখ জয়নাল আবেদিন জামাল, ফাউন্ডেশনের প্রতিনিধি বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, ফাউন্ডেশনের কার্যকরি কমিটির সদস্য মো: আব্দুল জলিল, রুবেল মিয়া প্রমূখ।
তাসনুভা শামীম ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগর আহমদ শামীম বলেন, তার একটি মেয়ে প্রতিবন্ধি, সে জন্য প্রতিবন্ধীদের জন্য কিছু করতে চান। হবিগঞ্জ প্রতিবন্ধী ও পুনর্বসন কেন্দ্র নামের একটি প্রতিষ্টান করেছেন।
ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সুমন আহমদ রাজু আলী বলেন, আমরা শুধু প্রতিবন্ধীদের নিয়েই কাজ করিনা, চিকিৎসা, ঘর তৈরিসহ দরিদ্র মানুষের উপকারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তাসনুভা শামীম ফাউন্ডেশন।