বানিয়াচং প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাগাপাশা ডায়গনষ্টিক সেন্টার ও একই মালিকানাধীন ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মানুষ ও পশুপাখির ঔষধ এক সাথে রেখে বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা,ডায়গনষ্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না দেখাতে পারায় ওই ডায়গনষ্টিক সেন্টার কে এ জরিমানা করা হয়।
সোমবার (৩০ মে) দুপুর ১টায় বিভিন্ন অনিয়ম ও আইনভঙ্গ করায় বানিয়াচং উপজেলার ৬নং ইউনিয়নের কাগাপাশা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কাগাপাশা ডায়গনষ্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি।
২৯ ও ৩০ মে এ ধরনের অভিযানে বানিয়াচংয়ে মোট ৪টি ডায়গনষ্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ইফ্ফাত আরা জামান উর্মি বলেন এ ধরনের অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবেনা।