বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মিরপুরের অদুরে বিহারীপুর বিকাশ বিল্ডিং এর কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় মিরপুর থেকে নাম্বারবিহীন একটি মোটরসাইকেল নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিহারীপুর বিকাশ বিল্ডিং এর কাছে মোটরসাইকেলটি অজ্ঞাতনামা (৫২) পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু ঘটে এবং মোটরসাইকেল আরোহী দুইজন আহত অবস্থায় পালিয়ে যায়।
খবর পেয়ে লছনা হাইওয়ে থানা পুলিশ ও কামাইছড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে এবং মোটরসাইকেলটি জব্দ করে।
কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি। আর মোটরসাইকেল আরোহী রিপন মিয়ার বাড়ি স্থানীয় কান্দিগাও গ্রামে। সে ওই গ্রামের ফিরোজ মিয়ার পুত্র।