স্টাফ রিপোর্টার :
নবীগঞ্জ উপজেলার দিঘলবাক এলাকায় কুশিয়ারা নদীতে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। পরিদর্শনকালে তিনি বলেন, ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ স্থানে মাটির বস্তা দিয়ে উচু করা হয়েছে। আমাদের সব ধরণের প্রস্তুতি আছে, বেড়ীবাঁধের কোথাও কোনো ক্ষতি বা ঝুঁকির আশংকা দেখা দিলে তাৎক্ষণিক সেগুলো মেরামত করা হবে।
রবিবার দুপুরে তিনি উপজেলার দীঘলবাক ইউনিয়নের দিঘলবাক গ্রাম, ফাদুল্লাপুর ও পারকুল গ্রামের পাশে কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়ীবাঁধ পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন জানান, শনিবারের চাইতে রবিবারে নদীতে ৬ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে, তাই ফাদুল্লাপুর এলাকার ১টি স্থানে ২০মিটার ও অন্য আরেকটি স্থানে ২০০মিটার বেড়িবাধ তুলনামুলক নীচু, উল্লেখিত দুইটি স্থানে মাটির বস্তা দিয়ে উচু করা হয়েছে।
তাছাড়া পাহাড়পুর এলাকায় প্রায় ২কিলোমিটার জায়গা অনেকটা নীচু, নদীতে যদি আরও ২ফুট পানি বৃদ্ধি পায় তাহলে লোকালয়ে এসে যাবে। তাই দ্রুতগতিতে উল্লেখিত এলাকায় মেরামত করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নিদের্শনা দিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি স্থানীয় ইউপি চেয়ারম্যানের তথ্য অনুযায়ী তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেড়িবাধ এলাকার মাধবপুর ও গালিমপুরে পাচঁশত কেজি চাল প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, জেলা প্রশাসক ঝুকিপূর্ণ বাধ সমুহ পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকতার্দের নির্দেশনা দিয়েছেন যে, সব ধরণের প্রস্তুতিসহ বাঁেধর উপর সার্বক্ষনিক নজরদারী রাখার জন্য।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, শনিবার রাতে কুশিযারা নদীতে পানি বৃদ্ধির খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা নিবার্হী কর্মকর্তা বাঁধ পরিদর্শন করে পাহারাদার নিয়োজিত করেন।