স্টাফ রিপোর্টার :
বাহুবলের রশিদপুর বৈরাগী টিলার পাশে রেল লাইনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৩০বছর।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অঞ্জন কৃমার পাল জানান, গতকাল রবিবার দুপুরে স্থানীয় লোকজন জানায় যে, বৈরাগী টিলার রেল লাইনের পাশে এক যুবকের লাশ পড়ে আছে।
খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক সেলিম আহমদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে হবিগঞ্জ ২৫০শয্য আধুনিক হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
তবে লাশের তার দুই হাত পাওয়া যায় নাই। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ১কিলোমিটার এলাকায় খুজাখুজি করে কাটা হাতের কোন সন্ধান পাওয়া যায় নাই। সংবাদ পেয়ে ডিবি পুলশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায় নাই।