স্টাফ রিপোর্টার :
ইউনিয়ন পরিষদের সচিব/ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘জাতীয় তথ্য বাতায়ন বিষয়ক ৪দিনের প্রশিক্ষণ’ কর্মশালার আয়োজন করেছে জেলা প্রশাসন।
শনিবার সকালে জেলা প্রশাসকের প্রশিক্ষণ কক্ষে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এ প্রশিক্ষণ।
৪দিন ব্যাপি প্রশিক্ষণের প্রথম দিনে মাধবপুর ও বানিয়াচং উপজেলার ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ২৬জন এবং ইউডিডি উদ্যোক্তা ২৬জনসহ মোট ৫২জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অথিতি হিসেবে জুমে সংযুক্ত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন এসপিএস বাস্তাবায়ন বিশেষজ্ঞ (উপ সচিব) মোহাম্মদ সামছুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসন শিক্ষা ও আইসিটি মোঃ রফিকুল আলমের পরিচালনায় প্রশিক্ষণের সমন্বয়কারী হিসেবে ছিলেন সহকারী কমিশনার (আইসিটি) মোছাঃ তাসনিম জাহান।