বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের সত্তর-আশির দশকের সাড়া জাগানো নায়িকা রোজিনা। অপরদিকে নব্বইয়ের দশকের আলোচিত নায়ক ওমর সানী। রোজিনা অভিনয় ছেড়েছেন অনেকদিন হলো। বাণিজ্যিক ধারার ছবিতে সেভাবে তাকে আর অভিনয়ে দেখা যায় না। কিন্তু এবার বিরতি ভেঙেছেন। তা যদি এমন হয় সত্তরের দশকের সাড়া জাগানো নায়িকা আর নব্বইয়ের দশকের আলোচিত নায়ক তারা দুজন একই সঙ্গে গানের তালে তালে নাচলেন। পাঠক ব্যাপরটি একটু কঠিন মনে হলেও সত্যি হয়েছে। অনুষ্ঠানটি আসছে ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।চ্যানেল আই ছাড়াও অনুষ্ঠানটি লন্ডনের একটি টিভিতে দেখানো হবে।এছাড়া সবগুলো গানের পরিচালনা এবং কোরিওগ্রাফি করছেন আজিজ রেজা।
চলচ্চিত্রের স্বর্ণালী যুগের ছয়টি গান নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। তবে এ অনুষ্ঠানের সবগুলো গানের নায়িকা হিসেবে থাকবেন রোজিনা। বাকী গানগুলোতে অমিত হাসান, ইমন,জায়েদ খান থাকবেন। এদিকে গত ৭ জুন উত্তরার দিয়াবাড়িতে এবং জনপ্রিয় নায়িকা রোজিনার বাড়িতে ‘এই মন তোমাকে দিলাম’ ও ‘ঢেকোনা দুই নয়ন’ শিরোনামের দুটি গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
বিষয়ে ওমর সানী বলেন, ‘রোজিনা আপাতো একজন অসাধারষ মানুষ। সেই সঙ্গে ওনার মত একসময়ের বিখ্যাত নায়িকার সঙ্গে এ সময়ে এসে অভিনয় করতে পেরে বেশ ভালো লেগেছে। অনুষ্ঠানটি আশাকরি দারুণ হবে। এছাড়া চমৎকার চমৎকার গানগুলো তারা বাছাই করেছে।’