নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ লালমিয়া বাজারে ট্রাক ভর্তি ও গুদামজাত করা ৪ হাজার ৩’শ লিটার সয়াবিনতেল জব্দ করেছে পুলিশ। পরে জড়িত ২ জনের প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন লালমিয়া বাজারের জামেমসজিদ সংলগ্ন একই এলাকার নগর গ্রামের ফয়সল মিয়ার মালিকাধীন একটি গুদামে বিপুল পরিমাণ কার্টুনভর্তি সয়াবিনতেল গুদামজাত করে ওই ব্যবসায়ী। গতকাল রাত অনুমানিক ৮ টায় মজুদকৃত কার্টুনভর্তি সয়াবিনতেল অন্যত্র পাচারের উদ্দেশ্যে একটি মালবাহী ট্রাকে (ঢাকা মেট্রো ন-১৭-৭১২৮) ভর্তি করে।
গোপনসূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক মিয়ার নেতৃত্বে সয়াবিন তেলের কার্টুন ভর্তি ট্রাকটি আটক করে পুলিশের একটি টিম। পরে গুদামের তালা খুলে আরও সয়াবিনতেল ভর্তি কার্টুন দেখতে পায়।
পর রাত ১২ টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থলে ছুঁটে যান। অভিযান চালিয়ে কার্টুনভর্তি ৪ হাজার ৩’শ লিটার সয়াবিনতেল জব্দ করে ও জড়িত পৌরসভাধীন সমীপুর গ্রামের বাসিন্দা মৃত-সনদ কুমার রায় এর পুত্র ও বাজারের রেডিমেট পোষাক ব্যবসায়ী সুমন রায় (২৯) ও নগর গ্রামের গোপাল বৈদ্য এর পুত্র ও সেলুন ব্যবসায়ী নেপাল বৈদ্য (৩২) কে আটক করে পুলিশ।
আটককৃত ওই দুই ব্যবসায়ী ও মজুদদারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।