বানিয়াচং প্রতিনিধিঃ
স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি’র ৫ম বর্ষ পূর্তি ও ৬ষ্ট বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে র্যালী ও কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় এ উপলক্ষে র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা টিভি’র বানিয়াচং প্রতিনিধি আল আমিন খান।
বানিয়াচং প্রেসক্লাবের বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমানের পরিচালনায় ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, এসআই সবুজ নাইড়ু,বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল কুদ্দুস বিশ্বাস,আতাউর রহমান মিলন,আক্তার হোসেন আলহাদী, জহর হোসেন ফাহাদী,এসকে রাজ,আনোয়ার হোসেন, নূরুল ইসলাম প্রমুখ।