এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসন সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে “হাতের মুঠোয় ভূমি সেবা “প্রতিপাদ্য কে সামনে রেখে উক্ত আলোচনা সভা পালন করা হয়েছে। ১৯ থেকে ২৩ মে ‘ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ প্রতিপাদ্যে দেশের আট বিভাগে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’ উদযাপন করা হবে।
এবার ‘১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মূখ্য আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল।তিনি ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে মন্ত্রণালয় সেবা সপ্তাহের এই আয়োজন করা হয়েছে বলে দিকনির্দেশনা মুলক পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও সাংবাদিকগণ।