স্টাফ রিপোর্টার :
নবীগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ৬০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক একেএম দিদারুল আলম।
আটক ব্যাক্তি হলেন পৌর এলাকার ছালামতপুর থেকে সুনামগঞ্জ জলা জগন্নাথপুর উপজেলার আলাগদি গ্রামের আব্দুল মন্নাফের ছেলে মোঃ তারিক মিয়া (৫১)।
সহকারী পরিচালক জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ছালামতপুর এলাকা থেকে ৬০পিছ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করে সদর থানায় আসামীকে হস্তান্তর করা হয়।