নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে শিউলি আক্তার (১৪) নামে এক ৫ম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সে ওই গ্রামের ইদু মিয়ার কন্যা।
রবিবার বিকেলে শিউলিকে বিষাক্রান্ত অবস্থায় উঠোনে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
মৃত শিউলি বুল্লা ব্র্যাক স্কুলের ছাত্রী ছিল বলে জানা গেছে।