এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ সিলিং ফ্যান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মে) সকালে উপজেলা প্রশাসন সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লুৎফর রহমান মহালদার।
উপজেলা প্রশাসনের উদ্যোগে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতায় উক্ত বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত অতিথি গণ সরকারের শিক্ষা বান্ধব প্রকল্প বাস্তবায়নের ভূয়সী প্রশংসা করেন। এবং সকল শিক্ষক শিক্ষিকা গণ সহ প্রতিনিধিগণের দায়িত্ব পালনে পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের জন্য ১৫০ জোড়া বেঞ্জ ও ৯০টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী বাকের আহমেদ , উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা , জাইকা প্রজেক্ট এর কর্মকর্তা মামুন আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ।