নিজস্ব প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার ওয়াপদা গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল রাত ৮টার দিকে শাহজিবাজার ওয়াপদা গেইট এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন বাই-সাইকেল আরোহী ছুরত আলী (৫৫)। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হবিগঞ্জ সদর থানার এসআই কৃষ্ণমোহন মধ্যরাতে লাশের সুরতহাল করেন। নিহত ছুরত আলী মাধবপুর উপজেলার তাজপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।