হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দৈনিক যায়যায় দিন পত্রিকার দশম প্রতিষ্ঠা বাষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় অনলাইন জানালিষ্ট এসোসিয়েশনের অস্থায়ী কার্য্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
পরে মাধবপুর উপজেলা সংবাদদাতা সুব্রত দেবের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, পৌর কাউন্সিলর দুলাল মোদক, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি মাধবপুর শাখার জেএভিপি জামাল উদ্দিন, ব্যবসায়ী মৃনাল বিশ্বাস, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লষ্কর, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ অলিদ মিয়া, সাধারন সম্পাদক রাজীব দেব রায় রাজু, মানবকন্ঠ প্রতিনিধি এসএইচ উজ্জল, দিনকাল প্রতিনিধি আল মামুন, যুবদল নেতা সাদেক মিয়া,ছাত্রদল নেতা এমদাদুল হক সুজন প্রমুখ।