মুহিন শিপনঃ
শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৫ টায় ঢাকা-সিলেট রেল লাইনের শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশীদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেট গামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে ওই নারী নিহত হন। এলাকার লোকজন ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করেন।তবে এখনো নাম ও পরিচয় পাওয়া যায়নি।