আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ :
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে ঈদের কেনাকাটা করতে আসা আজিজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। নিহত আজিজ মিয়া উপজেলার পানিউন্দা ইউপির নোয়াগাঁও গ্রামের মৃত সাবাজ মিয়ার ছেলে। রবিবার (০১ মে) রাত সাড়ে ৮টার সময় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, আজিজ মিয়া আসন্ন ঈদুল ফিতরের কেনাকাটা করার জন্য দেবপাড়া বাজারে আসেন। কেনাকাটা শেষে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে ছেড়ে আসা মাধবপুরগামী একটি কোম্পানীর বেপরোয়া গতিতে আসা কাভার্ডভ্যান ( ঢাকা মেট্রো -ঙ- ১২-০২০২) তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। শেষ পর্যন্ত ঈদ করা হলো না আজিজ মিয়ার। ঈদের আনন্দের বদলে তার বাড়িতে চলছে শোকের মাতম। শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার ফাড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং ঘাতক গাড়ী আটক করেছে। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব।