বানিয়াচং প্রতিনিধিঃ
বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল বৃহস্পতিবার বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ইউএনও পদ্মাসন সিংহ, জেলা আওয়ামী লীগ নেতা এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল,অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা এডঃ চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, রেজাউল মোহিত খান,হবিগঞ্জ কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবির রেজা,জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তজ্জিমুল হক চৌধুরী, আংগুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, শাহজাহান মিয়া, ভোরের কাগজ হবিগঞ্জ জেলা প্রতিনিধি এডঃ শফিকুর রহমান চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি,উপজেলা যুবলীগ সভাপতি রেখাছ মিয়া,সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, কৃষকলীগ সভাপতি কামাল উদ্দিন লাল,সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর সহ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ এলাকাবাসী ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।