আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে ৩২৯০৪ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হবে। আগামী ২৬ এপ্রিল সকাল ১১ টায় একযোগে সারাদেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। গতকাল শনিবার এক প্রেস ব্রিফিংয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এ তথ্য জানান।
উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়েকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, সাধারন সম্পাদক আবুহেনা। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও সুলতানা সালেহা সুমী বলেন, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের প্রকল্প গ্রহণ করা হয়।
সে অনুযায়ী ২০২০-২০২১ অর্থবছরে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ১ম পর্যায়ে ৭৮৭টি এবং ২য় পর্যায়ে ৩৫৫টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামী ২৬ এপ্রিল সকাল ১১টায় ৩য় পর্যায়ে ৩২,৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন।
৩য় পর্যায়ে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ৯৪১টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল ৭৭৩টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। তন্মধ্যে আজমিরীগঞ্জ উপজেলায় ৩৫াট ঘর নির্মান করা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। এ নিয়ে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে জেলার ২০৮৩টি গৃহহীন পরিবার গৃহ প্রদানের মাধ্যমে পূনর্বাসন করা হবে।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন বনিক, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রাসেল, সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কনোজ ব্যানার্জীসহ অন্যান সাংবাদিক নেতৃবৃন্দ।