মাও.মুহাম্মদ এমদাদুল হক : সুনামগঞ্জ জেলার সদর উপজেলার সুরমা ইউনিয়নে ২০১৩-১৪ সেশনের ২ জন এস এস সি পাশ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচীর উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেলাবরহাটি গ্রামের নূরুল ইসলামের ছেলে আল আমিন ও বেরীগাঁও গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার মেয়ে জেসমিন প্রত্রেককে ১৮ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচীর কো-অর্ডিনেটর মোঃ মজিবুল হক। পদক্ষেপ বি-বাড়ীয়া জোনের জোনাল ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম বলেন, বিগত দিনে পদক্ষেপ অজোপাড়া গায়ের সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সেবা মূলক কাজ করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন পদক্ষেপ সিলেট এরিয়ার এরিয়া ম্যানেজার দেব ব্রত দাস, বি-বাড়ীয়া জোনের এডমিন অফিসার মোঃ মেজবা উদ্দিন, সুরমা ব্রাঞ্চ ম্যানেজার রুকুন উদ্দিন, সদর ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম, জামালগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার সাবজল হোসেন, সমৃদ্ধি এমআইএস অফিসার মোঃ মনিরুজ্জামান, এসডিও অলমঙ্গীর সহ সংস্থার কর্মী কর্মকর্তা।
স্থানীয় গন্যমান্য ব্যাক্তির মধ্যে শিক্ষা অনুরাগী বাচ্চু মিয়া, সমাজ সেবক চান মিয়া, বেরীগাঁও স্কুল কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, ইউপি সদস্য ফারুক মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় আব্দুস ছোবহান মাস্টার বলেন, পদক্ষেপ ইতিপূর্বে বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করেছেন এবং এই শিক্ষা বৃত্তির মাধ্যমে উপস্থিত ছাত্র/ছাত্রীদের পড়ালেখার সাহায্যেও সাথে সাথে এলার সকল ছাত্র/ছাত্রীদের পড়ালেকার প্রতি আগ্রহ সৃষ্টি করেছে, উপস্তিত সবাই পদক্ষেপ এর উত্তর উত্তর সাফল্য কামনা করেন।