নিজস্ব প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম লেনজাপাড়া গ্রামে বাড়ির সীমানাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে লেনজাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে ধন মিয়া (৫০) একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আব্দুল জব্বারের(৩৫) মধ্যে বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছিল। গতকাল ঘটনার আগে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দফা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন লোক আহত হয় এবং বাড়ি-ঘর ভাংচুরের ঘটনাও ঘটে।
আহতদের মধ্যে মোঃ ধন মিয়া(৫০), ফাহিমা বেগম(২৮), ইকবাল(১৮), আব্দুল ওয়াহিদ(২৮), জাহেরা খাতুন(৩৫), রুবেল (২০), আইয়ূব আলী(৩৫), ইউসূফ আলী(৪০), আব্দুল মজিদ(২০), ছমেদ আলীকে (২৬) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।