বাহুবল প্রতিনিধি :
বাহুবলে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। প্রায়ই ঘটছে গরু চুরি। ব্যবসা-প্রতিষ্ঠানও রেহাই পাচ্ছে না চোরদের হাত থেকে। বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে বিগত দুই মাসে অন্তত অর্ধ ডজন গরু চুরির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে উল্লেখযোগ্য প্রতিকারের খবর পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার দিবাগত রাতে কামাইছড়া বাজারে সংঘটিত হয় দুঃসাহসিক চুরি। জনৈক শিপন দেব এর মালিকানাধীন এ দোকানটি কামাইছড়া পুলিশ ফাঁড়ির অন্তত ত্রিশ গজ দুরে হলেও পরদিন বেলা দুইটা পর্যন্ত পরিদর্শন করেনি পুলিশ।
দোকান মালিক শিপন দেব জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন সকালে দোকান খুলে চুরির ঘটনা দেখতে পান। কাঠের সাটার ভেঙ্গে চোরেরা সিগারেট সহ ৬/৭ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এ দোকান পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ৩০ গজ দুরে হলেও দুপুর পর্যন্ত কোন পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে ওই ব্যবসায়ী জানান।
এব্যাপারে জানতে দুপুরে যোগাযোগ করলে কামাইছড়া
পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনা শুনেছি। তবে ঘটনাস্থলে এখনও যাইনি।