নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে আট টি বসত ঘর পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল)দিবাগত রাত ২ টায় শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ এ অগ্নিকান্ড ঘটে।
এতে শ্রীরামপুর গ্রামের সামছুল হক , নুরুল হক , সাবাজ মিয়া ,চন্দু মিয়া ফরিদ মিয়া, শাহিন মিয়া ,আব্দুল আহাদ ও রাজন মিয়ার বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ সময় নগদ টাকা, আসবাপত্র,স্বর্নালংকার, মুল্যবান কাগজপত্র সহ ২৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটা ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ আরিফ আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে বলেন আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রনে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে আট টি বসত ঘর পুড়ে যায়। ধারনা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত।ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২৫ লাখ টাকার মত হবে।