মীর দুলাল, হবিগঞ্জ :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকড়া গ্রামের ইউনুছ মিয়ার মেয়ে রুবিনা বেগম (৩৭)কে গাঁজাসহ গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
রবিবার (১০ এপ্রিল ২২)ইং বিকেলে হবিগঞ্জ বিচারক আদালতে মাধ্যমে মাদক সহ নারী মাদক ব্যবসায়ী কে কারাগারে প্রেরণ করেন বিজ্ঞ বিচারিক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, রুবিনা বেগম ইনাতগঞ্জ এলাকার পুলিশের তালিকা চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সে দীর্ঘদিন যাবৎ ইনাতগঞ্জ এলাকায় গাজাঁসহ নানান অসামাজিক কাজের ব্যবসা করে আসছে।
বিষয়টি ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ জানলে গোপনে নজরদারি রাখেন।
শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার চৌকস এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কাকুড়া-চানপুর সড়ক থেকে ৪কেজি গাঁজাসহ রুবিনাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে, নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, মাদক ও নারীসহ তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।