মীর দুলাল, হবিগঞ্জ :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দশম শ্রেণির ছাত্রী (১৬) কে ধর্ষনের অভিযোগে নিরাজুল হক আকাশ (ভোয়া শিক্ষক) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কৃত আসামি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মোঃ মনজুরুল হকের পুত্র নিরাজুল হক আকাশ(২৪)।
স্থানীয় সুত্রে জানা যায়,গত ০৩/০৪/২২ ইং তারিখে দুপুর আনুমানিক ৩ঘটিকা হয়তে ৬.৩০ ঘটিকার মধ্যে আসামীর নিজ বাড়িতে মেয়েটির ইচ্ছের বিরুদ্ধে মারধর করে ধর্ষণ করে।
ঘটনার খবর পেয়ে মেয়ে বাবা সঙ্গে সঙ্গে ঘটনা স্হলে গিয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।
ধর্ষনের ঘটনায় মাধবপুর থানায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে গত ৫ এপ্রিল একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই বাবুল চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে শিক্ষককে ধর্মঘর থেকে গ্রেফতার করেন।
শুক্রবার( ০৮ এপ্রিল ২২)ইং সন্ধ্যা মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল রাজ্জাক তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে গন মাধ্যম কে জানান ধর্ষনের অভিযোগে ধর্ষক কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।