নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে উমারানী বিশ্বাস (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুরে মাধবপুর পৌরসভার কাছারিপাড়া ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। উমারানী বিশ্বাস ওই ওয়ার্ডে সুবাস শীলের স্ত্রী।
নিহত পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উমারানী বিশ্বাস বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। এসময় পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি, পরে তার স্বজনরা পুকুরে খুঁজতে গিয়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।
সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বৃদ্ধার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর আব্দুল হাকিম।