স্টাফ রিপোর্টার :
“সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে হেলথ ক্যাম্প প্রায় শতাধিক মানুষকে বিভিন্ন ধরণের সেবা প্রদান করা হয়।
র্যালি শেষে জেলা হাসপাতালের কনফারেন্স রুমে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তাগণ বলেন, সারা বিশ্ব করোনার মহামারীর ঢেউ মোকাবেলা করে ঘুরে দাড়ানোর চেষ্টা করছে। বর্তমান শেখ হাসিনার সরকার করোনাকালীন সময়ে স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দুরগড়ায় পৌছে দেওয়ার জন্য নানাবিধ উদ্যোগের কারণে এই মহামারীকে মোকাবেলা করতে পেরেছি। আমরা নিজেরা যদি একটু স্বাস্থ্য সচেতন হই তাহলে দেশ ও জাতি সুরক্ষিত থাকবে। নিশ্চিত হবে মানুষের স্বাস্থ্য সেবা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৫০শয্য আধুনিক সদর হাসপাতালের তত্বাধায়ক ডাঃ মোঃ আমিনুল হক সরকার, মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ ওয়াকিল আহমেদ, নার্সিং সুপারভাইজার জাকিয়া বেগম, হেনারা বেগম, সেইভ দা চিলড্রেন মামনি এমএনসিএস প্রকল্পের ব্যবস্থাপক এমআইএস শাকিল আহমেদ খান, ব্রাকের জেলা সমন্বয়কারী আতাউর রহমান প্রমুখ।