মীর দুলাল, হবিগঞ্জ :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার শিবপাশা বাজার এলাকায় থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে গ্রেফতার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল।
মঙ্গলবার ৫ এপ্রিল সন্ধ্যায় শিবপাশা বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলামের দিকনির্দেশনায় শিবপাশা পুলিশ ফাড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক প্রজিত কুমার দাস এর নেতৃত্বে এএস আই ইয়াসিন আরাফাত, এএসআই রূপন দাশ সহ সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ২(দুই) বছরের সশ্রম কারাদন্ড (সাজা) প্রাপ্ত আসামী আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের রফিক উল্লার ছেলে মহসিন মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ নুরুল ইসলাম।তিনি জানান আসামি মহসিন মিয়া একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি অনেক পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়ে ছিল।
তিনি জানান আসামি গ্রেফতার মাদক জোয়া চুরি ডাকাতির বিরুদ্ধে পুলিশের অভিযানে প্রতি দিন অব্যাহত রয়েছেন।