নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। আহত র্যাব সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (২ মার্চ) রাত সাড়ে ৯টায় শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত র্যাব সদস্যের নাম মাহমুদুল হাসান (৩৫)। তিনি যশোর জেলার বাসিন্দা এসএম মুরাদ হোসেনের ছেলে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের দুই সদস্য মোটরসাইকেলে করে দায়িত্ব পালনে বের হয়েছিলেন। চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুইজন গুরুতর আহত হন। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন।
রাত সাড়ে দশটায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম থেকে একটি হেলিকপ্টারে করে আহত অপর র্যাব সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম সাখাওয়াত আবু তাহের। তিনি শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কনস্টেবল।তিনি চাঁদপুর জেলার বাসিন্দা ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন পিকআপ ভ্যানের চাপায় র্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হন। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।