হামিদুর রহমান,মাধবপুর থেকেঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার সন্ধ্যায় সংঘর্ষে আহত রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার আদাঐর ইউনিয়নের ঘিলাতলি গ্রামের কুদ্রত আলীর ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের দুলাল মিয়ার সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতরা হল সুমন মিয়া(৩০), আকলিমা আক্তার (১৯),সেলিনা বেগম(৫০), হেলেনা বেগম(৪৫), হাবিবা বেগম(২৫) । আহতদের হাসপাতালে নিয়ে আসলে উভয় পক্ষের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।