নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জে পবিত্র মাহে রমাজানকে সামনে রেখে কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক (হাজী বাড়ির) যুক্তরাজ্য প্রবাসী প্রয়াত হাজী আব্দুর রশিদ ট্রাষ্টের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে মরহুমের বাংলাবাজারস্থ হাজী নিবাসে ১৬০টি পরিবারে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ট্রাষ্ট সূত্র জানায়, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের নিমিত্তে প্রতিষ্ঠিত হাজী আব্দুর রশিদ ট্রাষ্ট (পারিবারিক চ্যারেটি) প্রতি বছরের ন্যায় এবারো আসছে পবিত্র মাহে রামাদান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মোঃ আব্দাল মিয়া, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুজাহিদ মিয়া, ট্রাষ্টের অন্যতম ট্রাষ্টি মোঃ আলাল মিয়া, ফেরদৌস মিয়া এবং আয়শা বেগমের তত্ত্বাবধানে উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়।
বৃহস্পতিবার আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রয়াত আব্দুর রশিদ সহধর্মিণী নেহার বেগম, ট্রাষ্টের সদস্য সচিব সাংবাদিক এম এ বাছিত, বিশিষ্ট সমাজ সেবক আনহার মিয়া, ছায়েদ মিয়া, আওয়ামীলীগ নেতা হারুন খান, বশর মিয়া তালুকদার, মোঃ আখলিছ মিয়া, আবু বক্কর তালুকদার, জিলাই মিয়া, ওয়ারিশ তালুকদার,পারছু মিয়া, আহমেদ ফয়সাল, রাজু মিয়া, আকতার হোসেন টিটু, মোজাক্কির হোসেন,কামরুল হাসান, জুবায়ের হোসেন প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাজী দরছ আলী জামে মসজিদের ইমাম হাফেজ সাকের আহমেদ।
উল্লেখ্য, ১৬০টি পরিবারে বিতরণকৃত উপহার সামগ্রীতে প্রায় দুই হাজার টাকা সমপরিমাণ পণ্য দেয়া হয়েছে।