মাধবপুরে (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে আইন অমান্য করায় ১ লক্ষ ১২ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন নেতৃত্বে এ জরিমানা করেন।
মাধবপুর উপজেলা মাধবপুর বাজারে রেস্টুরেন্ট, মুদি দোকান, মুরগির মাংসের দোকান ও স্টেশনারি দোকান, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, মূল্য তালিকা না থাকা, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং চলাচলের পথে বিঘ্ন সৃষ্টি সহ বিভিন্ন অপরাধে মোট ২০ মামলায় ১ লক্ষ ১২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টকে সহযোগিতা করেন মাধবপুর থানার একদল পুলিশ, আনসার সদস্যরা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মহিবুর রহমান, উপজেলা প্রশাসনের নাজির অজিত রায় সহ প্রমূখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।