স্টাফ রিপোটারঃ নাগরী বর্ণে সিলেটি ভাষার
রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের লক্ষ্যে একদল কবি,
সাহিত্যিক ও গবেষকদের সমন্বয়ে গঠিত হয়েছে নাগরী বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ হবিগঞ্জ জেলাশাখার কমিটি।
কমিটি গঠন কল্পে গতকাল শহরের একটি অভিজাত হোটেলে হবিগঞ্জের অসংখ্য কবি সাহিত্যিক, সাংবাদিকদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এডভোকেট মনিরা খানম এর সভাপতিত্বে নাগরী বর্ণে সিলেটি ভাষা স্বীকৃতি পরিষদ হবিগঞ্জ জেলা
সমন্বয়ক এম. শহিদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বারের সাবেক সহ সভাপতি এডভোকেট এস.এম ইলিয়াস, সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, কবি এডভোকেট আব্দুল বাছিত, সাহিত্য ম্যাগ যাত্রার সম্পাদক পার্থ সারথী রায় প্রমুখ। সভায় সর্বসম্মতি ক্রমে এডভোকেট এস.এম ইলিয়াস মিয়াকে সভাপতি, কবি ও গবেষক এম. শহিদুজ্জামান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও পার্থ সারথী রায়কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন সহ সভাপতি, এডভোকেট মনিরা খানম সহ সভাপতি,এম গৌছুজ্জামান চৌধুরী সহ সভাপতি, আব্দুল মুত্তালেব খান (লেবু) সহ সভাপতি, কবি এডভোকেট আব্দুল বাছিত
সহ সাধারণ সম্পাদক, কবি পৃথ্বীশ চক্রবর্তী সহ সাধারণ সম্পাদক, সাংবাদিক কে.এম.এ.ওয়াহাব নাঈমী যুগ্ম সাংগঠনিক সম্পাদক, গণমাধ্যমবিদ এস.এম.এ হাসনাত কোষাধ্যক্ষ, গীতি কবি গোপাল রায় সাংস্কৃতিক সম্পাদক, কবি সঞ্জয় রায় সাহিত্য সম্পাদক, কবি বদরুল আলম চৌধুরী মিডিয়া সম্পাদক, কবি এস.এম তাহের খান
ধর্ম বিষয়ক সম্পাদক, কবি নিলুপা ইসলাম নিলু মহিলা বিষয়ক সম্পাদক, শুয়াইব আহমেদ শিবলু পাঠাগার সম্পাদক, শাহিনশাহ লিমন ক্রীড়া সম্পাদক, মাহমুদ আলী, রাখাল সুত্র ধর ও এম.এ ওয়াহীদ লাবলু নির্বাহী সদস্য।