এস এইচ টিটু :
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী, সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ২৬ মার্চ) নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মন্নান এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম সাজুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নূরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্ধা মোঃ কিতাব আলী, ইসহাক আলী ময়না মিয়া, মর্তুজ আলী,আব্দুল হাসিম, মোতাকাব্বির আক্কাস, আরিফ হোসেন খোকন, রাকিবুল হোসেন সান্টু, দৈনিক শায়েস্তাগঞ্জ পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ,ফরিদ মিয়া, ফজল মিয়া,আব্দুল লতিফ প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন – ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কাদির আসাদ, মোহাম্মদ মন্নাফ মিয়া, মীর জাকির মিয়া, মীর সুহেলসহ উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও ছাত্র- ছাত্রী।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি এবং সকল সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল খেলাধুলা, কবিতা, আবৃত্তি, সাংর্স্কতিক অনুষ্ঠান, আলোচনা সভা।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।