প্রেস রিলিজ:-ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ভূমিকম্প দূর্গত নেপালি জনগনের সহায়তায় ১ কোটি টাকা অনুদানের চেক প্রদান করে। গত ১ জুন ২০১৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের উপস্থিতিতে বাংলাদেশস্থ নেপালি রাষ্ট্রদূত মান্যবর হরি কুমার শ্রেষ্ঠার নিকট অনুদানের চেক তুলে দেন ইউসিবি’র চেয়ারম্যান জনাব এম এ হাসেম। চেক প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আলী এবং ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা মাহমুদ রফিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত আরো ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব সিতাংশু কুমার সুর চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব এম মাহফুজুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সর্বদাই কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমে আন্তরিকভাবে অংশগ্রহন করে আসছে।
ক্যাপশনঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান; ডেপুটি গভর্নর জনাব সিতাংশু কুমার সুর চৌধুরী ও নির্বাহী পরিচালক জনাব এম মাহফুজুর রহমান; ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আলী; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মির্জা মাহমুদ রফিকুর রহমানের উপস্থিতিতে ভূমিকম্প দূর্গত নেপালি জনগনের সহায়তায় বাংলাদেশস্থ নেপালি রাষ্ট্রদূত মান্যবর হরি কুমার শ্রেষ্ঠার নিকট অনুদানের চেক তুলে দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব এম এ হাসেম।