সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
২৫ শে মার্চ (শুক্রবার) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা ও জহুরচান বিবি মহিলা কলেজ এর উদ্যেগে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জানা যায়, শায়েস্তাগঞ্জ বধ্যভূমিতে ১৯৭১ সালে পাকবাহিনীর হাতে ১০ জন চা শ্রমিক ও ১ জন মুসলিম নির্মম ভাবে নিহত চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লাল চান চা বাগানে শহীদ হলেন মৃত কুমার গোয়ালা পুত্র রাজ কুমার গোয়ালা, মৃত হরিদাস সাধু পুত্র লাল সাধু, মৃত বেহারী বাউরী পুত্র কৃষ্ণ বাউরী মেম্বার, মৃত বক্ষেশ্বর বাউরী পুত্র দিপক বাউরী, মৃত নিতাই বাউরী পুত্র মহাদেব বাউরী, মৃত কৃষ্ণ বাউরী পুত্র সুনীল বাউরী ভূবন বাউরী, মৃত সন্ন্যাসী বাউরী পুত্র নেপু বাউরী, মৃত বেহারী বাউরী পুত্র রাজেন্দ্র রায়, গৌর রায়, মৃত আতাব আলী পুত্র অনু মিয়া গণ কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম, পৌর মেয়র ফরিদ আহমদ অলি, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান গাজিউর রহমান ইমরান, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, বীর মুক্তিযোদ্ধা প্রাণেশ দত্ত, কাজী গোলাম মতুর্জা, মোঃ আকবর আলী, শফিকুল ইসলাম, আব্দুল হামিদ, মোঃ ছিদ্দিক মিয়া, হমিদুল হক চৌধুরী মাহতাব, সুনীল রায় মিত্র, সার্জেন্ট আব্দুল আলী, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, থানার এস আই জসিম উদ্দিন, তদন্ত অফিসার মোর্শেদ আলম, আব্দুল সালাম শুভ, উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, পৌর আ’লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার জগদীস দাশ তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, সমাজ সেবা অফিসার মোর্শেদা আক্তার মনি, মৎস্য অফিসার কনিক চন্দ্র শর্মা, সকল উপজেলা কর্মকর্তা-কর্মচারী, কলেজ শিক্ষক-শিক্ষিকা, পৌর পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ শহীদের গণ কবরে ফুল তোরা দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া পরিচালনা করেন মাওলানা ফরিদ আহমেদ।
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধে চলাকালে পাকিস্তান পাক হানাদার বাহিনী ১১ জন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে ধরে এনে এ শায়েস্তাগঞ্জ রেলওয়ে ভূমিতে দাউদ নগর বাজার রেল গেইট নামক স্থানে গণ কবর দেওয়া হয়।
পরে সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।