বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে কাঙালীভোজের শিরণী বিতরণ করা নিয়ে দু’পক্ষের লোকজনের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে। এদের মধ্যে সিতার মিয়া (২৫), খুশবানু (৪৫), আলেমা খাতুন (৩০), রুমানা খাতুন (২০) ও আকল মিয়া (৫০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সুরুজ আলী (৫৫) গতকাল সোমবার দুপুরে কাঙালীভোজের আয়োজন করেন। লোকজনের সমাগম হলে সুরুজ আলীর পুত্র সিতার মিয়া (২৫) ও প্রতিবেশি আকল মিয়া (৫০) শিরণী বিতরণ কাজ শুরু করেন। তখন শিরণী বিতরণ নিয়ে দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে বিষয়টি দু’পক্ষের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়।