স্টাফ রিপোর্টার :
৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ মাত্রা নিয়ে শুরু হলো জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ।
২০মার্চ থেকে ২৪মার্চ পর্যন্ত জেলার ৬লক্ষ শিশুকে এ ট্যাবলেট খাওয়ানোর লক্ষমাত্র নিধার্রণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
গতকাল রবিবার সকাল ৯টায় বিয়াম লাইব্রেরী স্কুলে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মকে যদি সুস্থ্য সবলভাবে গড়ে তুলতে না পারি, তাহলে যোগ্য নাগরিক এবং কাঙ্খিত উন্নয়ন লক্ষমাত্রা অর্জন করা সম্ভব না। আমাদের কোমলমতি শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে যথাসময়ে তাদের পুষ্টি, সুস্বাস্থ্য এবং আর্দশ নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকল অবিভাবকের নৈতিক দ্বায়িত্ব। দেশের প্রতিটি নাগরিক যখন সম্পদে পরিণত হবে তখন দেশ আরো এগিয়ে যাবে।
আলোচনা সভায় আরো জানানো হয় যে, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং নিয়মিত ইপিআই কেন্দ্রে সপ্তাহব্যাপি এই কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অন্যান্যদের জেলা শিক্ষা কর্মকতার্ মোহাম্মদ রুহুল্লা, ডেপুটি সিবিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল, মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক প্রমুখ।