চুনারুঘাট প্রতিনিধি :
চুনারুঘাটে বিভিন্ন মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- সিআর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আব্দুল আজিজ, জিআর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ ফিয়াশ মিয়া (২৭), মোঃ খোকন মিয়া (৩৫), চুনারুঘাট থানার এফআইআর নং ১১(১)২২ এর এজাহার সন্দিগ্ধ আসামী মোঃ পরশ আলী (৩৮), চুনারুঘাট থানার এফআইআর নং ৩২(৩)২২ এর এজাহার সন্দিগ্ধ আসামী মোঃ ফয়ছল খান (৩২), চুনারুঘাট থানার এফআইআর নং ১৩(৬)২১ (খুন) এর আসামী বসন্ত বাউরী নানকা বাউরী(৫০), রামকৃষ্ণ বাউরী (২৩), সবিতা বাউরী (৪৫), কৃষ্ণ বাউরী (১৫), চুনারুঘাট থানার এফআইআর নং ৩৩(৩)২২(গনধর্ষণ) এর আসামী কামরুল ইসলাম (২৫), আয়েশা বেগম (৩৮) র্যাব কর্তৃক ৯৫(পঁচানব্বই) পিচ ইয়াবা সহ গ্রেফতারকৃত চুনারুঘাট থানার মামলা নং ৩৪(০৩)২১ এর আসামী মোঃ ছাদেক মিয়া (২০)।
এছাড়াও ২ দিনের পুলিশ রিমান্ড শেষে আসামী মোঃ শাহ আলম (২৫) ও ১ দিনের পুলিশ রিমান্ড শেষে আসামী রায়হান মিয়া (১৯)। পরে তাদেরকে শনিবারে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।