চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১২০ আউলিয়ার পুণ্যভূমি মুড়ারবন্দ দরগাহ শরীফের হযরত সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রঃ) হাফিজিয়া মাদ্রাসায় পাগড়ি পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বাদ আছর দরগাহ মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাজারের মোতওয়াল্লী সৈয়দ সফিক আহমদ চিশতী।
সৈয়দ মুরাদ আহমদ চিশতীর সার্বিক সহযোগিতায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
মুড়ারবন্দ দরগাহ মসজিদের সহ-সভাপতি মোস্তফা কামালের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালেক জাপানি, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী রুমান, নবীগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক হাজী সাহিদুর রহমান চৌধুরী সাফি, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আফছার আহমদ, দরগাহ মসজিদের ইমাম হাফেজ মাওলানা নিয়ামত আলী, ইউকে প্রবাসী সৈয়দ শাকিল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মহিদুল হাসান সুজন, সৈয়দ কবীর আহমদ, নজরুল আহমদ চিশতী, সোহেল আহমদ চিশতী, সৈয়দ লিমন আহমদ, ইউপি মেম্বার ইমান আলী, সৈয়দ মঈন উদ্দিন অলিসহ অনেকই।
সভা শেষে তিনজন হাফেজকে মাথায় পাগড়ি পরিধান করান প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।