প্রেস বিজ্ঞপ্তি :
বিনম্র শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন বৃহস্পতিবার পালিত হয়েছে জহুর চান বিবি মহিলা কলেজে।
সকাল নয়টায় অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও ছাত্রীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে রেলওয়ে পার্কিং এ জাতিরপিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসন আয়োজিত র্যালীতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থীরা।
সকাল ১১ টায় কলেজে শিক্ষক মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রভাষক মো: শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক তহুরা বেগম, প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিীন, প্রভাষক মো: রফিকুল ইসলাম, প্রভাষক সুবর্ণা সাহা, প্রভাষক কাজী শেফা, প্রভাষক জাকিয়া মেহের ইভা প্রমুখ।
এ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় পুরষ্কৃত হয় একাদশ শ্রেণির ছাত্রী জাওয়াহের সায়মা, পুনম চৌধুরী, সানজানা আক্তার তিশা।
সভায় অধ্যক্ষ বলেন, বাঙ্গালি জাতির মুক্তির মহানায়ক জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচয় দিতে পারছি। প্রজ্ঞা, মেধা, নেতৃত্ব, ত্যাগ, দূরদর্শীতা ও দৃঢ়চেতা মনোভাবের কারণে তিনি বিশ্বনেতায় পরিণত হয়েছেন। কোমল হৃদয়ের অধিকারী বঙ্গবন্ধু মানবিকতা সকল শিশুকেই স্পর্শ করেছিল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে আজ দৃপ্তপায়ে এগিয়ে চলছে বাংলাদেশ।
এ উপলক্ষ্যে কলেজ ভবনে আলোকসজ্জা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সপ্তাহ ব্যাপী মেলা চলছে কলেজ মাঠে।