বানিয়াচং( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম,নগদ অর্থসহ সাত জুয়াড়ি কে গ্রেপ্তার করেছে বানিয়াচং থানা পুলিশ।
(১৩ মার্চ) রবিবার মধ্যেরাতে রাত্রিকালীন বিশেষ অভিযানে উপজেলা সদরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া জুয়াড়িরা হলেন- জুনায়েদ মিয়া(২১) পিতাঃ লাল মিয়া গ্রামঃজাতুকর্নপাড়া, কমির উদ্দিন(২১) পিতা-মৃত আব্দুর জব্বার মিয়া গ্রাম জাতুকর্নপাড়া, স্বপন মিয়া (৫০)পিতা -ছাবির উল্লা গ্রামঃ তাতাড়ীমহল্লা,আঃ রব(৪৫) পিতা-মৃত আরফান আলী গ্রাম জাতুকর্নপাড়া,হিবলু মিয়া(৪৫) পিতা-মৃত তসকির মিয়া গ্রামঃবানেশ্বর বিশ্বাসের পাড়া, সাবু মিয়া(৫২) পিতা-মৃত জাফর উল্লা গ্রামঃজাতুকর্নপাড়া, ছামছু মিয়া(২২) পিতা-মৃত ইউনুছ মিয়া গ্রাম জাতুকর্নপাড়া ।তাঁদের বিরুদ্ধে একাদিক মামলার অভিযোগ রয়েছে।
বানিয়াচং থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেনের দিক নির্দেশনায় থানায় কর্মরত একদল পুলিশ ফোর্সের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এমরান হোসেন বলেন,জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার হওয়া আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন। এলাকায় চুরি, ডাকাতি,জুয়া, দাঙ্গা, হামলা ইত্যাদি প্রতিরোধে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।