নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জে পিতা-মাতাকে নির্যাতন করার দায়ে কুলাঙ্গার পুত্রকে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম গ্রামের মাফু মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়াকে (১৯) ভ্রাম্যমান আদালত দন্ড বিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে ১৪ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পিতা-মাতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুনরায় পিতা-মাতাকে মারধোর করায় এই শাস্তি প্রদান করেন বিজ্ঞ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। প্রসিকিউশকন এবং আসামি গ্রেপ্তারে সহায়তা করেন নবীগঞ্জ থানার এস আই স্বপনসহ একদল পুলিশ। ভ্রাম্যমান আদালতে বখাটের শাস্তি প্রদানের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।