এম এস জিলানী আখনজী:চুনারুঘাট প্রতিনিধি: উৎসব মূখর পরিবেশে গতকাল বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে চুনারুঘাটে রাজারবাজার আর,বি,এস ক্লাবের উদ্ধোগে সন্ধা ৬ঘটিকার সময় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো:হোসেন আল মনসুর,কালিশীরি সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন কান্তি দেব রায়র সন্চালনায় ও ২নং আহম্মদাবাদ ইউ,পির চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু এর সভাপতিত্বে প্রধাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এম পি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আকবর হোসেন জিতু পি,পি হবিগন্জ জজ কোর্ট,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: লুৎফুর রহমান মহালদার,ডা: পার্থ সারথি রায় চৌধুরী এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ সিলেট,জামাল উদ্দিন কাউসার,আর,বি,এস ক্লাবের সভাপতি কান্সন কুমার দেব পিংকু,সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন উজ্জল,সাংবাদিক এম এস জিলানী আখনজী সহ আর,বি,এস ক্লাবের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কালিশীরি,আসরাফ পুর,বিদ্যুত সংযুগ অচিরেই পাবেন ও আর,বি,এস ক্লাবের উন্নয়ন রাজার বাজার স্কুলের শিক্ষক নিয়োগ,মেডিকেল কলেজের ডাক্তার নিয়োগ হবে।আর দিনের বেলায় আর,বি,এস ক্লাবের পক্ষ হতে মহান বিজয় দিবস উপলক্ষে ছিল এক বিশেষ আকর্ষনীয় ক্রীয়া প্রতিযোগিতা।