এস এইচ টিটু :
শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষের হতাহতের ঘটনার স্থান পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা -সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর নামক স্থানে বাস ও পাথর বোঝাই ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের স্থানটি পরিদর্শন করেন জেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান, শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব,রোডস এন্ড হাইওয়ের কর্মকর্তা সহ আরো অনেকই।
এ সময় জেলা প্রশাসক ইশরাত জাহান সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।
উল্লেখ্য, ১১ মার্চ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিরামচর এলাকায় ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত ও আনুমানিক ২৫ জন আহত হয়েছেন।