নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জে ঐতিহাসিক ২২মার্চ পতাকা উত্তোলন দিবস পালনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ আব্দুর রউফের ব্যবসা প্রতিষ্টানে এ সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা জাসদ সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান চৌধুরী মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, আওয়ামী লীগ নেতা মৃনাল কান্তি রায় মিনু, পৌর গণফোরামের সাবেক সভাপতি মোঃ আকলিছ মিয়া, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, ডাঃ ইমরুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, কীর্তি নারায়ণ কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য ফয়জুর রব পনি, আনন্দ নিকেতন সভাপতি দীপংকর ভট্টাচার্য দেবুল, নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এটিএম জাকিরুল ইসলাম, জসিম উদ্দিন প্রমূখ।
সভায় বক্তাগন আগামী ২২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস পালনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং দিনটি পালনে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।