এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ই মার্চ)সকাল ১০টা থেকে তেলিয়াপাড়ায় চা বাগানে বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহবায়ক খাইরুন আক্তারের সভাপতিত্বে র্যালী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের জেসমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলসুম বেগম,প্রধান বক্তা গার্মেন্টস শ্রমিকদের সাধারণ সম্পাদক জলি তালুকদার।
বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আয়োজনে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
এসময় অতিথিগন বলেন, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে দিবসটি নানান আয়োজন পালিত হচ্ছে এই দিবস। অথচ চা বাগানের সিংহভাগ নারী এই দিবস পালন করা তো দূরের কথা, এখনো জানেনই না এই দিবসের কথা।
চা শ্রমিকদের নিয়ে কাজ করা মোহন রবিদাস জানান চা শ্রমিকদের জিবন অন্যান্য শ্রমিকদের চেয়ে সম্পূর্ণ আলাদা।তারা সকাল থেকে বিকাল পর্যন্ত ৮ ঘন্টা ডিউটি করা যেনো বাধ্যতামূলক হয়ে গেছে।কোন দিন কি দিবস তা যেনো তাদের জানার কোনো প্রয়োজন নাই,চা পাতা তুলা,গাছ ছাটাই, বাগান পরিস্কার করা সহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন চা শ্রমিকরা।
বাংলাদেশে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের শ্রমিক নৃপেন পাল জানান চা বাগানের অধিকাংশ শ্রমিকই নারী অথচ নিজেদের অধিকারের বিষয়ে নিজেরাই কিছু জানেনা।রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে এবং উঁচু উঁচু টিলা বেয়ে পাতা সংগ্রহ করে, বিভিন্ন পোকামাকড়, সাপ,বিচ্ছু, বিষাক্ত মাছি, জোক,পিপড়া সহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর আক্রমণের শিকার হয়।
এগুলো তাদের প্রতিদিনের সাথি তাই বিষাক্ত মনে করেন না।১২০ টাকার বিনিময়ে সারাদিন কাজ করে দুপুরে চা পাতার ভর্তার সাথে রুটি খাই,আবার কেউ কেউ লাল চা দিয়েই সঙ্গে করেন দুপুরের খাবার। এভাবে প্রতিদিনেই শত কষ্টের মধ্যে কাটে চা শ্রমিকদের জিবন।
এ দেশের অর্থনীতিতে এই মহীয়সী নারীরা বিরাট ভূমিকা পালন করলেও নেই তাদের ভাগ্যের পরিবর্তন। আর এই প্রেক্ষিতে চা বাগানের এক সচেতন ও শিক্ষিত চা শ্রমিককন্যা খাইরুন আক্তার নারী দিবস পালনের উদ্যোগ গ্রহন করে।
তিনি বাংলাদেশ চা কন্যা নারী সংগঠন নামে একটি সংগঠনে যুক্ত হয়ে সচেতন চা শ্রমিকদের নিয়ে যথাযথ সম্মানের সঙ্গে গত বছর থেকে নারী দিবস পালন করে আসছেন ও নারী দিবসের বার্তা অন্ধকারাছন্ন চা শ্রমিকদের দ্বারে পৌঁছাতে সহযোগিতা করছেন,এই বছরেও হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে যথাযথ সম্মানের সাথে এই সংগঠনটি বিশ্ব নারী দিবস পালন করেছেন।
এতে নারী দিবসে শত শত চা শ্রমিকদের মাঝে সচেতনতা ও দিবসটির তাৎপর্যতা তুলে ধরেন এবং বলেন চা শ্রমিকদের জীবন যেনো সামাজিকভাবে মূল্যায়ন এবং স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানান।এবং চা শ্রমিকদের জন্য ১৩ দফা দাবি উত্থাপন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বশির আহমেদ, প্রমিলা কর্মকার, মিলি,অনিতা চাষা,মোহন রবিদাস, লিটন মুন্ডা সহ বিভিন্ন নেতা ও নেত্রীবৃন্দ