মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে ট্রাকের ভিতরে বিশেষ কায়দায় বক্স বানিয়ে সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান নিয়ে আসার সময় পুলিশ ট্রাক সহ দুজন কে আটক করেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাড়িঁর একটি টিম মঙ্গলবার ভোর রাতে চৌমুহনী বাজারে রাস্তার উপর চেক পোষ্ট বসায়।
দ্রুতগতিতে একটি মিনি ট্রাক চেকপোষ্ট অতিক্রম করার সময় পুলিশ ট্রাকটিসহ দুজন কে আটক করে। পরে ট্রাকটি তে তল্লাশী চালিয়ে এক পর্যায়ে স্টিল দিয়ে আবৃত বিশেষ কায়দায় বসানো একটি বক্সের আবিস্কার করে পুলিশ এর ভেতরে কয়েক কসষ্ট্যাপ দিয়ে মোড়ানো পুটলায় ৪০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
এসময় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দার সিরাজুল ইসলামের ছেলে কামাল মিয়া(৪০)একই এলাকার শহীদ মিয়ার ছেলে তানভির মিয়া (২২)কে আটক করা হয়।
মাধবপুর থানা ওসি আব্দুর রাজ্জাক বলেন মাদকের চালানের মুল মালিক কে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।