এস এইচ টিটু :
এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে বিদায় নিলেন হবিগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে প্রিয় মুখ দেলোয়ার হোসেন জন্টু ( ৪১)।
সোমবার বেলা ১১ টায় নূরপুর হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে মুসল্লিরা নামাজে জানাযায় অংশ নেয়ার জন্য আসতে থাকে।
একপর্যায়ে নূরপুর হাইস্কুল মাঠে জানাযার নামাজে মানুষের ঢল নেমে আসে।
মরহুমের নামাজে জানাযায় বিভিন্ন উপজেলার বর্তমান ও সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মরহুমের আত্মীয় স্বজনসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ভাই হাফেজ বেলায়াত হোসেন দিপু।
জানাযা শেষে মরহুমের লাশ বাবার কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করে স্বজনরা।
উল্লেখ্য, মরহুম দেলোয়ার হোসেন জন্টু রোববার (৬ মার্চ) বেলা তিনটার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেইটে নিজ মার্কেটের ছাদে উঠলে অসাবধানবশত বিদুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,৯ বছরের এক ছেলে ও মা- ভাই-বোন, আত্মীয় -স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
ক্রিকেটার মরহুম দেলোয়ার হোসেন জন্টু শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের জাতীয় ফুটবল দলের খেলোয়ার মরহুম মোক্তার হোসেনের ছেলে ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেনের বড় ভাই।