রায়হান আহমেদ :
চুনারুঘাটে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার সকালে তেল, চাল, ডাল, পিয়াজ, চিনি, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা এড. মীর সিরাজ, আঃ রহিম শ্যামল, আঃ করিম সরকার, আবু সালেহ মোঃ শফিক, জমরুত আলী, প্রফেসর আঃ হামিদ তাং, সালাহ উদ্দীন বাবরু, খাইরুল আলম, মাহমুদুল হাসান, আঃ মতিন, নুরুল আমিন, কামরুল হাসান শামীম, আং জাহির, সৈয়দ মাহফুজ, যুবদল নেতা এড. মোজাম্মেল চৌধুরী, কাউন্সিলর জালাল, শফিক আহমেদ, ছাত্রদলনেতা মারুফ আহমেদ, নবীউর রহমান অপূর্ব প্রমুখ।
পরে সমাবেশে বক্তারা বলেন, “নিত্যপণ্যের দাম অতিরিক্তভাবে বৃদ্ধির কারণে গরীব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে নিম্নবিত্তদের অনাহারে থাকতে হবে। এ অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যাবে না।” অচিরেই সিন্ডিকেট ভেঙ্গে নিত্যপণ্যের দাম কমাতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।
এদিকে হবিগঞ্জ জেলায় ২ লিটার তেলের বোতলে দেয়া মূল্যের চেয়ে ৩০-৩৫ টাকা বেশি দামে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। বিষয়টি ভোক্তা অধিকার অধিদপ্তরে জানালেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে জানা গেছে।